সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শ্রদ্ধা জানাতে প্রস্তুত সুনামগঞ্জের মানুষ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/02/06/photo-1486362171.jpg)
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য প্রস্তুত সুনামগঞ্জের মানুষ। এরই মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সর্বস্তরের মানুষ তাঁদের প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে ভিড় করছেন।
সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ হেলিকপ্টারে করে সুনামগঞ্জে পুলিশ লাইনসে পৌঁছাবে। সেখান থেকে প্রথমে তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের জন্য জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্মৃতিস্তম্ভের পাশে রাখা হবে। সেখানে তাঁর মরদেহে ফুল দিয়ে সম্মান জানাবেন জেলার সব সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতা, জেলা প্রশাসক, আইনজীবীসহ সর্বস্তরের মানুষ। এরপর তাঁর মরদেহ নির্বাচনী এলাকা শাল্লা-দিরাইয়ে নিয়ে যাওয়া হবে। বিকেলে তাঁর মরদেহ দিরাইয়ের বিএডিসি মাঠে রাখা হবে। আনোয়ারপুরে নিজ বাসভবনে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
এদিকে, সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে জেলায় তিন দিনের শোক পালিত হচ্ছে। জেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে এবং কালো ব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি আপ্তাব উদ্দিন আহমদ জানান, উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মরদেহকে যথাযোগ্য সম্মান জানাতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
গতকাল রোববার ভোরে ৪টা ২৯ মিনিটে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুরঞ্জিত সেনগুপ্তের জীবনাবসান হয়। এর আগে তিনি ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন। গত শুক্রবার সকালে তাঁকে ল্যাবএইডে ভর্তি করা হয়। তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছিল।