সরকারি হাসপাতালে সান্ধ্যকালীন রাউন্ড দিতে চিকিৎসকদের নির্দেশ
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে সান্ধ্যকালীন চিকিৎসাসেবা (রাউন্ড) নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী আজ শনিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি বৈঠকে এ কথা বলেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
মোহাম্মদ নাসিম বলেন, ‘দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য। সরকারি হাসপাতালগুলোতে এখন সান্ধ্যকালীন রাউন্ড নিশ্চিত হয়নি। এটা নিশ্চিত করতে এই বৈঠক। আমি সব হাসপাতালে সান্ধ্যকালীন সেবা নিশ্চিত করতে চাই।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো শৈথিল্য চলতে পারে না। কোনো রোগীর সেবাদানের ক্ষেত্রে কোনো অবহেলা প্রমাণিত হলে ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে মনিটরিং টিমের প্রতিবেদনের ভিত্তিতে দায়িত্বে অবহেলার কারণে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
স্বাস্থ্য খাতে প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী বলেন, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ বাজেট যথেষ্ট নয়। সেই অর্থ যদি বাড়ানো না হয়, সরকারিভাবে যে স্বাস্থ্যসেবা দেওয়ার সুযোগ আছে তা ব্যাহত হবে। স্বাস্থ্যসেবার জন্য সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের আরো এগিয়ে আসতে হবে। বেসরকারি হাসপাতাল যাঁরা স্থাপন করেছেন, তাঁরা যেন কম মূল্যে রোগীদের সেবা দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীর স্বজনদের অতিরিক্ত ভিড়ের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এ জন্য বিকল্প পথ বের করতে হবে। বিভিন্ন জেলা হাসপাতালে বিশেষায়িত ইউনিট সম্প্রসারণ করা হচ্ছে।
বৈঠকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হকসহ ঢাকার সরকারি হাসপাতালের পরিচালক, বিশেষায়িত হাসপাতালের পরিচালক ও সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালকরা বৈঠকে উপস্থিত ছিলেন।