বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক ছয় দফা দাবি দিবস উপলক্ষে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর তিনি দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সতীশ চন্দ্র রায় ও অ্যাডভোকেট সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ইতিবাচক হিসেবে দেখছে সরকার।
প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর ঢাকা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষে সারা দেশে দিনব্যাপী কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ।
তৎকালীন পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ছয় দফা প্রস্তাব পেশ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে একই বছরের ৭ জুন আওয়ামী লীগের আহ্বানে পূর্ব পাকিস্তানে হরতাল চলাকালে ঢাকা ও নারায়ণগঞ্জে নিরস্ত্র মানুষের ওপর পুলিশ ও ইপিআর গুলি চালায়। এতে মনু মিয়া, শফিক, শামসুল হকসহ ১১ জন নিহত হন।