নৌপথে ডাকাতি বন্ধের দাবিতে আশুগঞ্জে শ্রমিকদের ধর্মঘট শুরু
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গত ৫ জুন সন্ধ্যায় হাজি ইমান আলী নামের একটি জাহাজে ডাকাতির ঘটনায় তিনদিনেও মামলা নেয়নি পুলিশ। গ্রেপ্তার করেনি কাউকে। এর প্রতিবাদে এবং চাঁদাবাজি, ডাকাতি বন্ধ ও নৌযান শ্রমিকদের নিরাপত্তার দাবিতে আজ রোববার ভোর থেকে আশুগঞ্জ বন্দরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে নৌযান শ্রমিক ফেডারেশন।
urgentPhoto
নৌযান শ্রমিকদের ধর্মঘটের কারণে আজ রোববার ভোর থেকে আশুগঞ্জ বন্দর থেকে কোনো কার্গো জাহাজ ছেড়ে যায়নি। আশুগঞ্জ বন্দরে সার, সিমেন্ট ও পাথরবাহী দেড় শতাধিক কার্গো জাহাজ আটকা পড়েছে এবং সব ধরনের মালামাল ওঠানামা বন্ধ রয়েছে।
কার্গোভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্বাঞ্চলীয় কার্গোমালিক সমিতির সভাপতি নাজমুল হোসেন হামদু বলেন, ‘কার্গো জাহাজে ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ আইনগত কোনো পদক্ষেপ না নেওয়ায় নৌযান শ্রমিকরা আজ ভোর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে গেছে। ধর্মঘটের ফলে শুধু আশুগঞ্জে নৌযান মালিকদের প্রতিদিন অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হচ্ছে। আমি চাই পুলিশ এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ৫ মে আশুগঞ্জ ফার্টিলাইজার ঘাটে জাহাজে ডাকাতির ঘটনা উদঘাটন করে জড়িদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে। অন্যথায় এ ধর্মঘট আরো ব্যাপক আকার ধারণ করে সারা দেশে ছড়িয়ে পড়বে।’
হাজি ইমান আলী জাহাজের মাস্টার মাসুদ বলেন, গত ৫ জুন সন্ধ্যায় আশুগঞ্জ সার কারখানা ঘাটে একদল সশস্ত্র ডাকাত তাঁর জাহাজে উঠে ডাকাতি করে এবং শ্রমিকদের মারধর করে, জাহাজ থেকে অন্তত ২০০ লিটার তেল, নয়টি মুঠোফোন ও ১৫ হাজার টাকা নিয়ে যায়। এ বিষয়ে তিনি আশুগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মামলা না নিয়ে তাদের ফেরত পাঠান। এ জন্য রোববার ভোর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে গেছেন। ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার হুমকি দেন তিনি।
নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ বাহার মাস্টার বলেন, ‘নৌযানে ডাকাতি হলে পুলিশ কোনো মামলা না নিয়ে নৌযান শ্রমিকদের হয়রানি করে। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।’
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ বলেন, ‘আশুগঞ্জ ফার্টিলাইজার ঘাটে জাহাজে ডাকাতির ঘটনা আজ (রোববার) দুপুরে অবহিত হয়েছি এবং আশুগঞ্জ থানা পুলিশকে জাহাজে ডাকাতির ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছি। আশা করছি আশুগঞ্জ থানা পুলিশ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হবে।’