জয়পুরহাটে জামায়াতের সাবেক আমির গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/02/11/photo-1486833673.jpg)
জয়পুরহাটে নাশকতার মামলায় জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির রেজাউল করিম মন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার শহরের প্রফেসরপাড়ায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রেজাউল করিম মন্টুর বাড়ি পাশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলার গোয়ালভিটা গ্রামে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, ২০১৫ সালের ৮ জানুয়ারি জয়পুরহাট সদর উপজেলার হিচমি এলাকায় একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় জয়পুরহাট সদর থানায় একটি নাশকতা মামলা করা হয়। আর এই নাশকতার মামলায় মন্টুকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া জামায়াতের সাবেক আমির রেজাউল করিমের বিরুদ্ধে ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের মামলা রয়েছে।
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার হেলাল উদ্দীন জানান, রেজাউল করিম মন্টু নওগাঁ জেলার তালিকাভুক্ত যুদ্ধাপরাধী। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলার সময়ে হত্যা, ধর্ষণ,অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে ২০১৬ সালের ১৮ অক্টোবর ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে একটি মামলা হয়। বর্তমানে এ মামলাটির তদন্ত চলছে।