কারওয়ান বাজারে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণ
পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী বিনির্মাণে ফুটপাত দখলমুক্ত করার অভিযানের পাশাপাশি অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণ শুরু করেছে সিটি করপোরেশন। গতকাল সোমবার মধ্যরাত থেকে কারওয়ান বাজার এলাকার প্রধান সড়কের বিলবোর্ড সরানোর কাজ শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
urgentPhoto
ব্যবসায়ীদের দাবি, বিলবোর্ডগুলো বৈধ। তবে নগর কর্তৃপক্ষ এ ক্ষেত্রে জননিরাপত্তাকেই প্রাধান্য দিচ্ছে বলে জানালেন সিটি করপোরেশনের কর্মকর্তারা।
রাজধানীকে পরিচ্ছন্ন ও বসবাসের উপযোগী করতে ফুটপাত দখলমুক্ত করা ও বিলবোর্ড অপসারণের প্রতিশ্রুতি দিয়েছিলেন নবনির্বাচিত দুই মেয়র সাঈদ খোকন ও আনিসুল হক। এরই অংশ হিসেবে শুরু হয়েছে অভিযান। কারওয়ান বাজারের ব্যস্ততম সড়কে বিশালাকার বিলবোর্ডগুলো নামিয়ে ফেলতে ব্যস্ত সিটি করপোরেশনের কর্মীরা।
ঘটনাস্থলে উপস্থিত থাকা বিলবোর্ড ব্যবসায়ীদের দাবি, বৈধভাবে বিলবোর্ড স্থাপনের পরও পর্যাপ্ত সময় না দিয়ে সিটি করপোরেশনের এ অভিযানে তাঁরা ক্ষতির শিকার।
এক বিলবোর্ড ব্যবসায়ী বলেন, ‘বিলবোর্ডের ভাড়ার ব্যাপারে প্রতিটি ক্লায়েন্টের কাছে আমাদের জবাবদিহি আছে। তারা আমাদের পরবর্তী অন্য বিলবোর্ডও নেবে না। এই বিলবোর্ডের যে ভাড়া আমাদের দিয়েছে, সেটা বন্ধ করে দিয়েছে।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ৭ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়ে প্রধান সড়কের বিলবোর্ড অপাসারণে ১৫ দিন আগে নোটিশ দেওয়া হয়েছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো বলেন, ‘আমরা মূলত ভিআইপি রাস্তায় কর্তৃপক্ষের নির্দেশে যেগুলো ঝুঁকিপূর্ণ বিলবোর্ড এবং ফুটপাতের ওপর আছে, সেগুলো উচ্ছেদ করছি। বিলবোর্ডগুলো নাজুক অবস্থায় আছে, অনেক সময় যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’
রাজধানীকে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড মুক্ত করা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানায় নগর কর্তৃপক্ষ।