জলবায়ু পরিবর্তনের শিকার দক্ষিণ উপকূল উপেক্ষিত : সুপ্র
বৈশ্বিক উষ্ণতার শিকার হয়ে জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশের দক্ষিণ উপকূল এখন বিপন্ন। এই জলবায়ু অভিঘাত মোকাবিলায় পৃথক বাজেট প্রণয়নের প্রস্তাবনা এবারও অবহেলিত হয়েছে।
আজ মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবে বেসরকারি প্রতিষ্ঠান সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) আয়োজিত বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরা হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান বেসরকারি সংস্থা (এনজিও) বাংলাদেশ ভিশনের নির্বাহী পরিচালক অপরেশ পাল।
সংবাদ সম্মেলনে সুপ্র জেলা সভাপতি মাধব দত্ত বলেন, এবারের প্রস্তাবিত বাজেটে করের পরিধি বাড়লেও প্রয়োজনীয় সেবা খাত বাস্তবায়ন করা একটি বড় চ্যালেঞ্জ। বাজেটে অভ্যন্তরীণ সম্পদ আহরণে ঘাটতি রয়েছে। কর আদায়ে যেমন কম সম্ভাবনা রয়েছে তেমনি স্বাস্থ্য ও শিক্ষা খাতে অপেক্ষাকৃত কম বরাদ্দ ধরা হয়েছে। শিশুর মনোসামাজিক বিকাশে সামান্য বরাদ্দ দেওয়া হয়েছে উল্লেখ করে এবারের বাজেটে কারিগরি শিক্ষার উন্নয়ন এবং দেশের বিপুল বেকারের কর্মসংস্থানের কোনো দিকনির্দেশনা নেই বলে জানান তিনি। এ ছাড়া জাতীয় নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নেও প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়নি।
বাজেটের পূর্ণ ও সঠিক বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, রাজস্ব ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, দুর্নীতি হ্রাস, কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। এই বাজেট বাস্তবায়নে প্রশাসনকে গতিশীল এবং স্থানীয় সরকার কাঠামোকেও শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদে ঘোষিত গড় প্রবৃদ্ধি আট শতাংশ কীভাবে অর্জিত হবে তার কোনো দিক নির্দেশনা বাজেটে নেই। এই লক্ষ্যমাত্রা অর্জনে কৃষি, গ্রামীণ খাত ও মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
দেশি-বিদেশি প্রাপ্তির ওপর এবারের বাজেট নির্ভরশীল উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, এমন বাজেট প্রয়োজন হলেও ৮৬ হাজার কোটি টাকার ঘাটতি পূরণে হতাশা দেখা দিয়েছে। এতে আরো বলা হয়, জনসেবা খাতগুলোতে অপেক্ষাকৃত কম বরাদ্দ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বেসরকারি প্রতিষ্ঠান ক্রিসেন্টের নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী, বরসার নাজমুল আলম মুন্না, ব্র্যাক প্রতিনিধি শহীদ হোসেন, শুভেচ্ছা নারী উন্নয়ন সংস্থার লিলি জেসমিন, সঞ্চিতা মহিলা কল্যাণ সমিতির সিরাজুন সনজু, আশরাফুল আলম প্রমুখ।