নোয়াখালীতে দুই গাড়ি দুর্ঘটনায় দুজন নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/02/17/photo-1487314139.jpg)
নোয়াখালীতে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো আটজন।
আজ শুক্রবার নোয়াখালীর বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে।
বেগমগঞ্জে ট্রাকচাপায় নিহত হন লোকমান হোসেন নামের এক পথচারী। তিনি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বাসিন্দা। ঘটনাস্থলের পাশেই একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন তিনি।
কোম্পানীগঞ্জে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজু জানান, আজ ভোরে চৌমুহনী-ফেনী সড়কের সেতুভাঙ্গা এলাকায় চট্টগ্রাম থেকে মালবোঝাই একটি ট্রাক চৌমুহনী যাচ্ছিল। ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাল নেমে যায়। এর আগে ট্রাকটি লোকমানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি। এ সময় আহত হন ট্রাকের চালকসহ তিনজন।
ওসি আরো জানান, লোকমানের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ ফজলে রাব্বী জানান, উপজেলার চরএলাহী এলাকায় বেলা ১১টার দিকে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে নিহত হন একজন। আহত হন দুই মোটরসাইকেলে থাকা অপর পাঁচজন।