বাজেটে দরিদ্রদের জন্য দিকনির্দেশনা নেই : রওশন
প্রস্তাবিত বাজেটে দরিদ্রদের জন্য কোনো দিকনির্দেশনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আজ মঙ্গলবার সকালে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
urgentPhoto
জনগণের কল্যাণে এ বাজেট কতটুকু কাজে দেবে তা জাতীয় পার্টির পক্ষ থেকে সংসদে তুলে ধরা হবে জানিয়ে রওশন এরশাদ বলেন, বাজেটের কিছু দিক ভালো আছে, আবার অনেক কিছু জনগণকে হতাশ করেছে।
মোবাইল ফোনে কথা বলার ওপর করারোপের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, বেসরকারি খাতের বিনিয়োগ না হলে সাত শতাংশ প্রবৃদ্ধি কখনই অর্জন করা সম্ভব হবে না। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল এর কারণে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কাও করেন তিনি। আগের বিরোধী দলের সাথে তাদের তুলনা না করার পরামর্শ দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টি কখনো সংসদ বর্জন করবে না।
রওশন এরশাদ বলেন, ‘আপনারা দেখেছেন বিরোধী দলের (বিএনপি) ভূমিকা কী ছিল। আপনারা সব সময় তাদের সাথে আমাদের ভূমিকার তুলনা করেন। কিন্তু সেটা আপনারা করবেন না। কারণ, আমরা গঠনমূলক রাজনীতি করতে চাই এবং গঠনমূলক সমালোচনা করতে চাই।’
এক প্রশ্নের উত্তরে বিরোধীদলীয় নেতা বলেন, বাজেট বাস্তবায়নে রাজনৈতিক স্থিতিশীলতা আবশ্যকীয়। কারণ বাজেট সব মানুষের জীবনে প্রভাব ফেলে। অপর এক প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো দেওয়া হলো তা অবশ্যই প্রশংসনীয়। তবে এ ক্ষেত্রে সরকারকে দেখতে হবে বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যেন না বাড়ে।
বিরোধীদলীয় নেতার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী, সংসদ সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদার, সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ, সংসদ সদস্য ফখরুল ইমাম, হুইপ নূরুল ইসলাম ওমর, হুইপ মো. সেলিম উদ্দিন, সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি, সংসদ সদস্য মো. আলতাফ আলী, সংসদ সদস্য মামুনুর রশিদ, সংসদ সদস্য শাহনারা বেগম, সংসদ সদস্য বেগম খোরশেদ আরা হক প্রমুখ।