বিজিবির আপত্তিতে বিএসএফের মাটি কাটা বন্ধ
সাতক্ষীরার বৈকারি সীমান্তের বিপরীতে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য লাইনের কাছাকাছি স্থানে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাটি কাটার কাজ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আপত্তির মুখে বন্ধ হয়ে গেছে।
আজ মঙ্গলবার সকালে সীমান্ত রেখা জরিপ করার পর নিজেদের ভুল স্বীকার করে বিএসএফ কাজ বন্ধ করে দেয় । এ সময় বিজিবি ও বিএসএফেএর মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিজিবর ৩৮ ব্যাটেলিয়নের বৈকারি কোম্পানি কমান্ডার সুবেদার শহীদ বলেন, ‘ভারতের কৈজুরি সীমান্তে মেইন পিলার ৭-এর সাবপিলার ৬৫-এর আওতাধীন রিভার পিলার-৪ এলাকায় এই মাটি খনন করছিল বিএসএফ। খননকাজটি শূন্য লাইন থেকে ১৫০ গজের মধ্যে হওয়ায় বিষয়টি বিজিবির নজরে আসে। পরে এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে কাজ বন্ধ রাখার আহ্বান জানানো হয়।’
সুবেদার শহীদ আরো জানান, সকালে বিএসএফের কৈজুরি ক্যাম্প অধিনায়ক এস এম ইন গোবা মিথিয়ার সাথে তাঁর এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয় । পরে দুই পক্ষের উপস্থিতিতে সীমান্তের সংশ্লিষ্ট এলাকা জরিপ করা হয়। এতে মাটি কাটার স্থান ১৫০ গজের মধ্যে হওয়ায় বিজিবি তাতে আপত্তি জানায় । এর পরই বিএসএফ মাটি কাটার কাজ বন্ধ করে দেয় ।