বিপুল পাসপোর্টসহ রাজধানীতে আটক ১৬
মানবপাচারে জড়িত থাকার অভিযোগে রাজধানী থেকে ১৬ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ১৬০টি অবৈধ পাসপোর্ট উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে একজন রিক্রুটিং এজেন্সির মালিক, অন্যরা ওই এজেন্সির কর্মকর্তা-কর্মচারী।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রামপুরা ও মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। অভিযানটি পরিচালনা করে র্যাব ৩-এর একটি দল।
বার্তা সংস্থা ইউএনবি র্যাবের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। খবরে আরো জানানো হয়, অভিযানে র্যাব তাদের কাছে থাকা অবৈধ বিপুল পাসপোর্ট এবং একটি কম্পিউটার জব্দ করে। পাসপোর্টগুলো বিভিন্ন জনের নামে তৈরি করা।
র্যাব জানায়, ওই রিক্রুটিং এজেন্সিটি শ্রম ও কর্মসংস্থান এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের কোনো লাইসেন্স ছাড়াই পুরুষ ও মহিলাদের বিদেশে পাঠাচ্ছিল।