পঞ্চগড়ে এসএসসির ভুয়া প্রশ্নপত্র তৈরি, যুবক আটক
পঞ্চগড় সদর উপজেলায় এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র তৈরি করে বিক্রির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের অধিকারীপাড়ায় নিজ বাড়ি থেকে ওই যুবককে আটক করা হয়।
আটক যুবকের নাম খোসবুল আলম ওরফে জুলহাস (২৭)।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার জানান, জুলহাস চলতি এসএসসি ও সমমান পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষার্থীদের কাছে বিক্রি করছিলেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পঞ্চগড় থানার পুলিশ ভোররাতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়। পরে ফোন ও তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ভুয়া প্রশ্নপত্রের মাধ্যমে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।