শ্যামনগরে বজ্রপাতে নিহত ৪
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রায় একই সময়ে বজ্রপাতে চার গ্রামে চারজন নিহত ও সাতজন আহত হয়েছেন। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত ব্যক্তিরা হলেন উপজেলার পাতড়াখোলা গ্রামের সাজেদা বেগম (৩৫), তারানিপুর গ্রামের আবদুল হামিদ (৪৫) ও পরানপুর গ্রামের জিয়াদ আলী (৭০) ও সোরাগ্রামের নুরুন্নাহার বেগম (৩৫)। তাঁদের মধ্যে কাশিপুরে মাঠ দিয়ে পানি আনতে যাওয়ার সময় বজ্রপাতে নিহত হন সাজেদা। বাকি দুজন বিলের মধ্য দিয়ে যাওয়ার সময় বজ্রাঘাতে মারা যান।
শ্যামনগর থানার পুলিশ ও স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, পৃথক বজ্রপাতের এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন। তাঁদের মধ্যে রয়েছেন গোপালপুর গ্রামের সুবল বিশ্বাস ও তাঁর স্ত্রী শিখা বিশ্বাস। আহত ব্যক্তিদের শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।