বাড়িতে ঢুকে ভীতি প্রদর্শন, একজনের দুই বছর কারাদণ্ড
সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দরের বাড়িতে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার রাতে শ্যামনগর উপজেলা সদরের নকিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, গতকাল রাতে খালেদ সাইফুল্লাহ (২২) নামের এক ব্যক্তি নিজেকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে অ্যাডভোকেট জহুরুলের বাড়িতে প্রবেশ করেন। এ সময় ওই ব্যক্তি জহুরুল হায়দরের স্ত্রী নাইমা ইসলাম সুমিকে ভয়ভীতি দেখান। পিপিসহ বাড়ির সবাইকে গ্রেপ্তার করারও হুমকি দেন খালেদ সাইফুল্লাহ। তবে হায়দর এ সময় বাড়িতে ছিলেন না বলে জানান ওসি।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ খালেদকে হাতেনাতে ধরে ফেলে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত খালেদ সাইফুল্লাহ সাতক্ষীরার আশাশুনি উপজেলার বদরতলা গ্রামের বাসিন্দা। এর আগেও তিনি বিভিন্ন এলাকায় একইভাবে ভয়ভীতি দেখিয়ে সুবিধা আদায় করেছেন বলে জানান ওসি এনামুল হক।