রাজশাহী বিভাগের পৌরকর্মীদের ৩৪২ মাসের বেতন বকেয়া!
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/02/19/photo-1487518868.jpg)
রাজশাহী বিভাগের ৩৮ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মোট ৩৪২ মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। এতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে ওইসব কর্মকর্তা-কর্মচারীকে।
শনিবার দুপুরে জয়পুরহাট পৌর মিলনায়তনে পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এদিকে, কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা চলতি মাসের মধ্যে পরিশোধ করা না হলে আগামী মাস থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেয় বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মাহমুদুল ইসলাম বলেন, দেশের ৩২৬টি পৌরসভার মধ্যে বেশির ভাগ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ২ থেকে ১৮ মাস পর্যন্ত বেতন-ভাতাদি বন্ধ হয়ে রয়েছে। এ কারণে প্রায় ২২ হাজার পৌর কর্মকর্তা-কর্মচারী পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী বিভাগের আট জেলার ৬১টি পৌরসভার মধ্যে ৩৮টির কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ১ থেকে ৫২ মাস পর্যন্ত বন্ধ রয়েছে। এর মধ্যে বগুড়ার সান্তাহার পৌরসভার ৫২ মাস, সারিয়াকান্দি পৌরসভার ৪৩ মাস, গাবতলী পৌরসভার ১২ মাস, শেরপুর পৌরসভার ১৮ মাস, দুপচাঁচিয়া পৌরসভার ৯ মাস, পাবনার সাঁথিয়া পৌরসভার ১৪ মাস, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাত মাস, রহনপুর পৌরসভার সাত মাস, শিবগঞ্জ পৌরসভার ছয় মাস, রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ১২ মাস, কাঁটাখালী পৌরসভার আট মাস, তানোর পৌরসভার সাত মাস, মুন্ডুমালা পৌরসভার ১০ মাস, নাটোরের বাগাতিপাড়া পৌরসভার ১৪ মাস, গুরুদাসপুর পৌরসভার আট মাসসহ মোট ৩৪২ মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। এর মধ্যে সান্তাহার পৌরসভার বর্তমান মেয়রের সময়ে পাঁচ মাস ও আগের মেয়রের সময়ে ওই পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা ৫২ মাস পর্যন্ত বেতন-ভাতা পাননি।
চলতি মাসের মধ্যে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা না হলে আগামী মাসে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এরই মধ্যে পৌর কর্মচারী অ্যাসোসিয়েশনের বিভিন্ন বিভাগীয় কমিটির সভা শুরু হয়েছে। দাবি আদায়ের লক্ষ্যে প্রাথমিকভাবে আগামী ১৩ মার্চ রাজশাহী বিভাগের প্রতিটি জেলা ও উপজেলা সদরে বেলা ১১টায় জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আল মেহেদী হাসান, রংপুর বিভাগীয় কমিটির সভাপতি শফিকুল ইসলাম পাটোয়ারী, পাবনার শাহাজাদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল।