ফতুল্লায় দুই লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় আজ বুধবার দুজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এঁরা হলেন পাগলা রসুলপুর এলাকায় ব্যবসায়ী নূরুল হক এবং ধর্মগঞ্জ এলাকায় ব্যবসায়ী ফয়েজ আহাম্মদ।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এনটিভি অনলাইনকে বলেন, সকালে নূরুল হকের মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁর দেহে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের অঘাত রয়েছে। পুলিশ ধারণা করছে, মাদকের বিরুদ্ধে কথা বলায় তাঁকে হত্যা করা হয়েছে।
অন্যদিকে ব্যবসায়ী ফয়েজ তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। দুপুরে তাঁর অর্ধগলিত মৃতদেহ এলাকার একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। তাঁর হত্যার কারণ জানা যায়নি।
দুটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।