ছাত্রলীগের সাবেক নেতার বাসা থেকে ১৫ লাখ টাকা চুরি
পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুমনের বাসা থেকে প্রায় ৬০ ভরি স্বর্ণালংকার ও ১৫ লাখ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। তারা বাড়ির নিচে আগুন লাগার কথা বলে ঘরের সবাইকে বের করে ওই চুরির ঘটনা ঘটায়।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ব্যস্ততম সদর হাসপাতাল সড়কে অবস্থিত ছয়তলা ভবনের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। রুমনরা ওই ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে থাকেন।
রফিকুল ইসলাম রুমন সাংবাদিকদের জানান, কয়েকজন দুর্বৃত্ত আজ বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের তৃতীয় তলার ফ্ল্যাটে ঢুকে চিৎকার করে বলতে থাকে নিচে আগুন লেগেছে। এই খবর পেয়ে তাঁর (রুমন) মা ফ্ল্যাটে তালা দিয়ে নিচে যান। এই ফাঁকে দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে আলমারি থেকে ৬০ ভরি স্বর্ণালংকার ও ১৫ লাখ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ২০-২৫ মিনিট পর তাঁরা তৃতীয় তলায় উঠলে চুরির বিষয়টি টের পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দিনে-দুপুরে এমন চুরির ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রুমনের চাচা পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক আব্দুল হান্নান। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বলেন- রুমন জানিয়েছেন তাঁদের বাসা থেকে ৬০ ভরি স্বর্ণালংকার ও ১৫ লাখ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।