তিন কলেজে পরীক্ষার ভিত্তিতে ভর্তির আদেশ বহাল
ঢাকার তিনটি কলেজে পরীক্ষার ভিত্তিতে একাদশ শ্রেণীতে ভর্তির বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ ছিদ্দিকী হাইকোর্টের আদেশ স্থগিত করতে সরকারপক্ষের আবেদনের ওপর কোনো আদেশ দেননি (‘নো অর্ডার’) আদালত। এতে করে হাইকোর্টের আদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
তিনটি কলেজ হলো নটর ডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজ। আপিল বিভাগে আবেদনের পক্ষে অ্যাডভোকেট ফিদা এম কামাল, অ্যাডভোকেট তানিম আহমেদ শাওন এবং সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ নেন।
এর আগে গত সোমবার এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই তিনটি কলেজের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা ছয় মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে নীতিমালার ছয়টি ধারাকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছেন আদালত।
এ বিষয়ে অ্যাডভোকেট তানিম আহমেদ শাওন সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আদেশের ওপর চেম্বার কোর্ট ‘নো অর্ডার’ দিয়েছেন। এর ফলে হাইকোর্টের আদেশ বহাল থাকল।
মামলার বিবরণে জানা যায়, বিগত বছরের মতো মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির নিয়ম রেখে গত ১ জুন নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এর ভিত্তিতে বাংলাদেশের সব সরকারি-বেসরকারি কলেজে ৬ জুন থেকে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রমও শুরু হয়। এরপর নটর ডেম কলেজের অধ্যক্ষ হেমন্ত পিয়াস রোজারিও, হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজ এবং সেন্ট জোসেফ কলেজের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন একটি রিট আবেদন করেন।
আবেদনে তারা নীতিমালার ছয়টি ধারাকে চ্যালেঞ্জ করেন। তা হলো নীতিমালার ৩.১, ৪.১, ৪.২, ৫.৩, ৯.১, ৯.৩,। এসব নীতিমালায় বলা হয়, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কোনো বাছাই বা পরীক্ষা হবে না। এসএসসির ফলের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া চলবে।
বোর্ড অনুমোদিত সব প্রতিষ্ঠানে ভর্তির জন্য অনলাইন বা টেলিটক মোবাইলের এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী টেলিটকের মাধ্যমে ১৫০ টাকা আবেদন ফি জমা দিয়ে সর্বোচ্চ পাঁচটি কলেজে পছন্দক্রম দিতে পারবে। এই নীতিমালা দেশের সব সরকারি বা বেসরকারি কলেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে।