রেড চিলিজ রেস্তোরাঁয় সিলিন্ডার বিস্ফোরণ, পাঁচজন দগ্ধ

রাজধানীর ডেমরা থানা এলাকায় রেড চিলিজ রেস্তোরাঁয় সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ডেমরার মমিনবাগ এলাকায় রেড চিলিজ চায়নিজ রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।
গ্যাস সিলিন্ডার লিকেজের কারণে বিস্ফোরণ হয়ে এই আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিদগ্ধরা হলেন মো. ফারুক (৫০), চাঁন মিয়া (৩৫), হারুন (৫০), বিল্লাল (৪৫) ও ফেলানী (১৯)। তাঁদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
হাসপাতালের বিছানায় শুয়ে অগ্নিদগ্ধ বিল্লাল জানান, ওই চায়নিজ রেস্তোরাঁয় আজ সন্ধ্যার একটি অনুষ্ঠানের জন্য বাবুর্চি বাবুল মিয়ার তত্ত্বাবধানে এই পাঁচজন রান্নার কাজ করছিলেন। গ্যাস সিলিন্ডারে লিকেজে হঠাৎ আগুনের ফুলকি ছুটে আসে। এতে পাঁচজনই দগ্ধ হন।
এদিকে ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, আগুনে ফারুকের দেহের ৬৬ শতাংশ ও চাঁন মিয়ার ৫৭ শতাংশ পুড়ে গেছে। এ দুজনের অবস্থাই আশঙ্কাজনক। বাকিদের অবস্থা তেমন গুরুতর নয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, সকাল ১০টার দিকে অগ্নিদগ্ধদের হাসপাতালে আনা হয়েছে। তাঁদের বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।