মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারেছ মারা গেছেন
নেত্রকোনার মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ হারেছ মারা গেছেন। গত রাত ১১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এম এ হারেছের বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি দুই স্ত্রী, পাঁচ ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত রাত সাড়ে ১০টার দিকে মদন পৌর শহরের কোর্ট ভবন এলাকার নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এম এ হারেছ। পরে রাত ১১টার দিকে মদন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবদুল কুদ্দুছ তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর পেয়ে অনেকেই তাঁকে দেখতে যান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান চৌধুরী জানান, আজ বৃহস্পতিবার দলের সাবেক এই সভাপতির জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এম এ হারেছের মৃত্যুতে শোক জানিয়েছেন উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোরশেদ শাহরিয়ার, সহকারী কমিশনার ভূমি আরিফুর রহমান, পৌর মেয়র আবদুল হান্নান তালুকদার শামীম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক আবুল বাশার খান একলাছ, উপজেলা বিএনপির সভাপতি এন আলম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান চৌধুরীসহ অনেকেই। তাঁরা শোকাহত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান।