বসা নিয়ে দ্বন্দ্ব, ৩ ছাত্রকে কুপিয়ে জখম
বসা নিয়ে দ্বন্দ্বের জেরে মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার তিন ছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, আজ শনিবার বেলা ১১টার দিকে সিদ্দিকিয়া মাদ্রাসা ও পৌরপার্কের সীমানাপ্রাচীরে বসাকে কেন্দ্র করে মাদ্রাসার কয়েক ছাত্রের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় নবম শ্রেণির ছাত্র অনিমকে ইট দিয়ে সামান্য আঘাত করে তার বন্ধুরা।
এর জের ধরে দুপুরে সদর হাসপাতালের সামনে অনিম ও তার সঙ্গীরা চাপাতি নিয়ে অবস্থান নেয়। পরে সেখানে কুপিয়ে জখম করা হয় একই মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র খানপাড়া এলাকার রাব্বি শেখ, সপ্তম শ্রেণির ছাত্র ফারদিন খান ও মোল্লাপাড়ার নিলয় মোল্লাকে।
মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান জানান, মাদ্রাসা থেকে পালানোকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে এ ঘটনা ঘটে। ছাত্রদের অভিভাবকদের নিয়ে আগামীকাল রোববার বেলা ১১টায় মীমাংসা বৈঠক করা হবে।