নারায়ণগঞ্জে প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন
নিট পোশাকশিল্পকে আরো সমৃদ্ধ করতে এবং আন্তর্জাতিক বাজার প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার লক্ষ্যে দক্ষ কর্মকর্তা গড়ে তুলতে চারটি ট্রেনিং কোর্সের উদ্বোধন করা হয়েছে। সরকার ও বাংলাদেশ নিট ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) যৌথ উদ্যোগে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের সস্তাপুর এলাকায় বিকেএমইএর আইএআরটি ট্রেনিং সেন্টারে আজ বৃহস্পতিবার দুপুরে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) নামের এই প্রকল্পের আওতায় চারটি ট্রেনিং কোর্সের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বিকেএমইএর সহসভাপতি জি এম ফারুক এই কোর্সের উদ্বোধন করেন। প্রধান বক্তা ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও এসইআইপি প্রকল্পের পরিচালক আবদু রউফ তালুকদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিকেএমইএর পরিচালক মজিবুর রহমান, বিকেএমইএর প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হকসহ অন্যরা।
তিন বছর মেয়াদি এই প্রকল্পের প্রশিক্ষণে সরকারের এক হাজার ২০০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এতে ৪১ হাজার ৩১০ জন দক্ষ শ্রমশক্তি নিট শিল্পের জন্য প্রস্তুত করা হবে। একই সঙ্গে ট্রেনিংপ্রাপ্ত ৭০ ভাগ শিক্ষার্থীর কর্মস্থান নিশ্চিত করা হবে।
ট্রেনিংয়ের বিষয়গুলোর মধ্যে রয়েছে, অ্যাপারেল মার্চেন্ডাইজিং,টেক্সটাইল টেস্টিং এন্ড ল্যাব ম্যানেজমেন্ট, প্রোডাকশন প্লানিং ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। কোর্স চারটিতে মোট ১২০ জন প্রশিক্ষণ গ্রহণ করবেন। এদের প্রত্যেকের প্রাতিষ্ঠানিক শিক্ষা বিএ পাস।