হবিগঞ্জে শিশু ২ ভাইকে হত্যা, তিনজনকে মৃত্যুদণ্ড
হবিগঞ্জের বাহুবলে দুই শিশুকে গলা কেটে হত্যার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ রোববার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এই দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন বাহুবল উপজেলার যশপাল গ্রামের আবদুল আলী, সায়েদ আলী ও আরজু মিয়া।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৮ আগস্ট আসামিরা বাহুবলের যশপাল গ্রামের সিদ্দিক আলীর দুই শিশু আবদুল আহাদ (১২) ও নুরাজ আলীকে (১০) বিয়ের দাওয়াতে নেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। এর পরের দিন দুই ভাইয়ের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দুই শিশুর বাবা তিনজনকে আসামি করে থানায় মামলা করেন।
এ ঘটনায় আসামি আবদুল আলীকে গ্রেপ্তার করার পর তিনি পূর্ব বিরোধের জের ধরে শিশুদের গলা কেটে হত্যার কথা আদালতে স্বীকার করেন। অপর দুই আসামি পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আবদুল আলী আদালতেই ছিলেন।
আজ রায়ের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল আহাদ ফারুক। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবদুল হাই।