আমরা আস্থার জায়গায় দাঁড়াতে চাই : কবিতা খানম
নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, ‘আমি চাই না আমরা কারো অনাস্থার জায়গায় দাঁড়াই। আমরা আস্থার জায়গায় দাঁড়াতে চাই।’
আজ সোমবার নাটোরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় কবিতা খানম এ কথা বলেন। বড়াইগ্রাম উপজেলা পরিষদের উপনির্বাচন উপলক্ষে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন নির্বাচন কমিশনার।
আগামী ৬ মার্চ বড়াইগ্রাম উপজেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৫ সালের ২৭ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একরামুল আলম মারা যাওয়ায় আসনটি শূন্য হয়।
কবিতা খানম বলেন, ‘আমরা আশা করব আগামী ৬ মার্চ আমরা সবাই মিলে একটা সুষ্ঠু, সুশৃঙ্খল নির্বাচন জনগণকে উপহার দিতে পারব।’
নির্বাচন কমিশনার আরো বলেন, ‘নির্বাচন কমিশন কারো অনাস্থার জায়গায় হতে চায় না। এ কারণে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কোনক্রমে মেনে নেওয়া হবে না।’
ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারে এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কবিতা খানম।
আর জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার , পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারসহ নির্বাচনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।