শাহ আলমের পরিবার কে দেখবে?
দুই চালকের সাজার প্রতিবাদে পরিবহন ধর্মঘট চলাকালে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে গুলিবিদ্ধ হয়ে নিহত চালকের সহকারী শাহ আলম প্রধান ওরফে শাহীনূরের (৩৭) পরিবারে চলছে শোক। তাঁর বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামে।
শাহ আলমের আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মুর্শিদা বেগম শোকে পাথর হয়ে আছেন। কোনো কথা বলছেন না। মায়ের পাশে বসে, বুকফাটা কান্নায় ভেঙে পড়ছে দুই ছেলে। বাবা-মা ছেলের মৃত্যুর সংবাদ শোনার পর থেকেই পাগলের মতো প্রলাপ বকে যাচ্ছেন। মাঝেমধ্যে মূর্ছা যাচ্ছেন। প্রতিবেশী যাঁরা সান্ত্বনা দিতে আসছেন, তাঁদের চোখও ভিজছে। বাড়িতে তৈরি হয়েছে হৃদয়বিদারক দৃশ্যের। শাহ আলমের বাবা-মা বারবারই বলছিলেন, ‘এখন আমার ছেলের সংসার কে দেখবে?’
পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে আজ বুধবার সকালে গাবতলী এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হন বৈশাখী পরিবহনের বাসচালকের সহকারী শাহ আলম। বেলা সোয়া ১১টার দিকে দারুস সালাম থানা পুলিশ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যায় জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. জেসমিন নাহার বলেন, ‘শাহ আলমের বুকে-পেটে অসংখ্য গুলির চিহ্ন ছিল। এতেই তাঁর মৃত্যু হয়।’
শাহ আলম পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের ছায়ের উদ্দিন প্রধানের ছোট ছেলে। শাহ আলমের বড় ছেলে আবু মুসা (১৩) ষষ্ঠ শ্রেণির এবং ছোট ছেলে মেজবাহ হোসেন (৫) ব্র্যাক স্কুলে শিশু শ্রেণিতে পড়াশোনা করে।
জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক জানান, শাহ আলমের লাশ আনার জন্য পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব, শাহ আলমের বড় ভাই আবদুল খালেকসহ তিনি ঢাকা যাচ্ছেন।
ছায়ের উদ্দিন জানান, আজ সকাল ৮টার দিকে শাহ আলমের সঙ্গে তাঁর বড় ভাই আবদুল খালেকের কথা হয়েছে। এটাই পরিবারের সঙ্গে শেষ কথা।
সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার মামলায় গত ২২ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রথমে চুয়াডাঙ্গা ও পরে যশোর বিভাগে ধর্মঘট শুরু করেন শ্রমিকরা।
এ ধর্মঘট চলাকালেই সাভারের ট্রাকচালক মীর হোসেন মিরুকে একটি হত্যা মামলায় ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়। ২০০৩ সালে সাভারে খোদেজা বেগম নামের এক নারীকে ট্রাকচাপা দিয়ে হত্যার দায়ে ঢাকার একটি আদালত মিরুকে ফাঁসি দেন। তারপর কোনো ধরনের নোটিশ ছাড়াই গতকাল মঙ্গলবার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন পরিবহন শ্রমিকরা।
ধর্মঘট চলাকালে গাবতলীতে গতকাল ও আজ বুধবার দফায় দফায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল একটি টেলিভিশন চ্যানেলের গাড়ি ছাড়াও কিছু যানবাহন ভাঙচুর করা হয়। শ্রমিকরা একটি পুলিশ বক্স ও রেকারেও আগুন দেন। তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন।
পাল্টা ব্যবস্থা হিসেবে পুলিশও টিয়ার শেল নিক্ষেপ ও শ্রমিকদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শাহ আলম গুলিবিদ্ধ হন।