গাজীপুরে আটক ৩৪ জামায়াত-শিবির নেতাকর্মী জেলহাজতে
গাজীপুরে আটক জামায়াত-শিবিরের ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে জয়দেবপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা করেছে পুলিশ। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন জয়দেবপুর থানার ওসি ওয়ালিউর রহমান। তিনি জানান, আগামী রোববার রিমান্ডের শুনানি হতে পারে।
এদিকে সকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ জানিয়েছেন, দেশের ৩২টি জেলা থেকে ৩৪ জন জামায়াত-শিবির নেতাকর্মী একত্রিত হয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আলী আহসান মুজাহিদের রায়কে কেন্দ্র করে আগামী ১৬ জুন নাশকতার জন্যই গোপন বৈঠক করছিল।
গাজীপুর শহরের একটি চায়নিজ হোটেল থেকে বৃহস্পতিবার রাতে গোপন বৈঠকের সময় ২৫টি পেট্রলবোমাসহ ৩৪ জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারবিরোধী লিফলেট, বই, সিডি উদ্ধার করা হয়।