শিবপুরে মাদক ও মানবপাচারের বিরুদ্ধে গণসমাবেশ
‘মাদকমুক্ত শিবপুর গড়ি’ স্লোগানকে সামনে রেখে নরসিংদীর শিবপুর উপজেলায় সন্ত্রাসীদের প্রশ্রয়দাতা, মাদকসেবী, মাদকবিক্রেতা ও মানবপাচারের বিরুদ্ধে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাঠ প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ‘শিবপুর মাদক-সন্ত্রাসবিরোধী সর্বদলীয় সংগ্রাম কমিটি’র ব্যানারে এ গণসমাবেশের আয়োজন করা হয়।
শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ খানের সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য দেন শিবপুর আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কৃষি ব্যাংকের পরিচালক মাহাবুবুর রহমান ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল ভূঁইয়া আলম রাখিল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জাল হোসেন মাস্টার, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব কাদির কিবরিয়াসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।