ব্রাহ্মণবাড়িয়ায় আরটিভির রিপোর্টার আইয়ূব আর নেই
বিশিষ্ট কণ্ঠশিল্পী ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ব্রাহ্মণবাড়িয়া জেলার নিজস্ব প্রতিবেদক ফখরুল ইসলাম আইয়ূব আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার সকালে আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়নের চরচারতলা গ্রামের নিজ বাড়িতে আইয়ূব ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেমেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ছেলে আইফাত ইসলাম জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। আজ সকাল ৯টার দিকে তিনি নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন। বাদ আসর মরহুমের জানাজার নামাজ শেষে চরচারতলা গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজায় স্থানীয় সাংবাদিক স্থানীয় পুলিশ প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চ্যানেল ২৪ ও জনকণ্ঠের স্টাফ রিপোর্টার রিয়াজ উদ্দিন জামিসহ নানা শ্রেণির পেশার মানুষ অংশ নেয়।