ছিনতাই হওয়া চিনির ২৩০ বস্তা উদ্ধার
নারায়ণগঞ্জ থেকে ছিনতাই হওয়া ৩২০ বস্তা চিনির মধ্যে ২৩০ বস্তা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চারজনকে আটক করা হয়।
বুধবার বগুড়ার দুপচাঁচিয়া ও জয়পুরহাটের আক্কেলপুরের বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করেছে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ।
আটকরা হলেন—মিঠু (৩৬), এনামুল হক (৩৭), সোহেল (৩২) ও পলাশ চন্দ (৪১)।
নারায়ণগঞ্জ ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল হক বলেন, বুধবার নারায়ণগঞ্জ রূপসী সিটি মিল থেকে ৩২০ বস্তা চিনিসহ একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ৫৪৭৪) নীলফামারীর উদ্দেশে রওনা করেন। পথে ঢাকার রূপগঞ্জে পৌঁছালে চিনিসহ ট্রাকটি ছিনতাই হয়। এ ব্যাপারে নারায়ণগঞ্জে একটি মামলা হলে তা তদন্ত শুরু করে ডিবি পুলিশ।
তদন্তের একপর্যায়ে বুধবার বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর বাজারের মুদি ব্যবসায়ী মিঠুকে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তিমতে দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমানের সহায়তায় আক্কেলপুর কলেজ বাজারের মুদি ব্যবসায়ী পৌর এলাকার রাজকান্দা গ্রামের এনামুল হককে আটক করা হয়। এনামুলের দেওয়া তথ্যানুযায়ী তাঁর গোডাউন থেকে ছিনতাই হওয়া ৬০ বস্তা চিনি উদ্ধার করে আক্কেলপুর থানা হেফাজতে নেয়।
পুলিশের ওই উপপরিদর্শক আরো জানান, এর পর সন্ধ্যা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারে কায়ছার আলীর মুদি দোকান থেকে ৬০ বস্তা চিনিসহ মালিকের ছেলে সোহেল ও পরেশ চন্দ্রের মুদি দোকান থেকে ১১০ বস্তা চিনিসহ পলাশ চন্দ্রকে আটক করা হয়। এ নিয়ে মোট ৩২০ বস্তা চিনির মধ্যে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ আটকদের হেফাজত থেকে ২৩০ বস্তা চিনি উদ্ধার করেছে।
এ বিষয়ে আটক মুদি ব্যবসায়ী এনামুল হক, সোহেল ও পলাশ চন্দ্র জানান, তাঁরা চিনিগুলো বগুড়া জেলার দুপচাঁচিয়া থানা এলাকার জিয়ানগরের মিঠুর কাছ থেকে কিনেছিলেন। তাঁরা জানতেন না, এ চিনিগুলো ছিনতাই করা।