স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসি
স্ত্রী হত্যার দায়ে নাটোরে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত কাজল কুমার সরকার বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা। আদালত একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানাও করেছেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহজাহান কবীর এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
মামলার বরাত দিয়ে আইনজীবী জানান, কালিকাপুর গ্রামের কাজল ২০১৫ সালের জুলাই মাসে আত্রাই উপজেলার সাহেবগঞ্জ এলাকার সদানন্দ পালের মেয়ে মিনা রানী পালকে বিয়ে করেন। তাঁরা প্রেম করে বিয়ে করেন। কিন্তু বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মিনার ওপর অত্যাচার করতে থাকেন কাজল।
একই বছরের ১২ অক্টোবর নির্যাতনের একপর্যায়ে মিনার মৃত্যু হয়। এ ঘটনায় মিনার বাবা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেন।