ত্বকী হত্যার বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আইভী
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের বিচারের নির্দেশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
আজ শুক্রবার বিকেলে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আয়োজিত তিনদিনব্যাপী কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এ অনুরোধ জানান আইভী। ত্বকী হত্যার চতুর্থ বার্ষিকী স্মরণে নগরীর দেওভোগ নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘এই চার বছরে আমরা অগণিতবার প্রোগ্রাম করেছি, যার মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছি। যেখানে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, কে করেছে সমস্ত কিছু কিন্তু নখদর্পণে আইনশৃঙ্খলা বাহিনীর। কিন্তু একটি নির্দেশের অপেক্ষায় এই বিচারটি থেমে আছে। আমরা চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি সেই নির্দেশটি দেন এবং ত্বকী হত্যার যথাযথ বিচার হোক।’
মেয়র আইভী বলেন, সাত খুনের সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক রায় সারা বিশ্বে যেমন বর্তমান সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করেছে, তেমনি ত্বকী হত্যার বিচারও হওয়া উচিত। ত্বকী হত্যার পাশাপাশি ছাত্রলীগ নেতা মিঠু, নাট্যকার চঞ্চল, ব্যবসায়ী আশিক, সাংস্কৃতিককর্মী ভুলু সাহা হত্যাকারীদের বিচারের দাবিও জানান মেয়র আইভী।
তিনদিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে বিকেলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বির সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিশিষ্ট নাট্যজন মামুনুর রশীদ, ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ সামসুল আলম আজাদ প্রমুখ।