তথ্যপ্রমাণ থাকার পরও ত্বকী হত্যার বিচার হচ্ছে না, অভিযোগ মেয়র আইভীর
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডকে নারায়ণগঞ্জসহ দেশবাসীর জন্য একটি মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা হিসেবে বর্ণনা করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সবার একটা ন্যায্য চাওয়া ছিল ত্বকী হত্যার বিচারটা দ্রুত হোক। কিন্ত সব তথ্যপ্রমাণ থাকার পরও বিচারটা হচ্ছে না।
আজ বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০ টায় বন্দর উপজেলার মোল্লাবাড়ি এলাকায় সিরাজ শাহের আস্তানায় ত্বকীর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন আইভী। যত প্রভাবশালীই হোক না কেন, প্রকৃত খুনিকে গ্রেপ্তার করে ত্বকী হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের কাছে অনুরোধ জানান তিনি।
এদিকে ত্বকী হত্যার বিচার না হওয়া পর্যন্ত এই দাবি নিয়ে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। পরে তারা ত্বকীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন, ত্বকীর বাবা সন্ত্রাস নির্মুল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, ত্বকীর ছোট ভাই মুহাম্মদ সাকি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ, খেলাঘর, উদীচীসহ নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।
পরে তানভীর মুহাম্মদ ত্বকীর আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়।