বুলবুলের রাজশাহীর মেয়র পদে থাকতে বাধা নেই
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগের আদেশ অবৈধ বলে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
আজ রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন।
আদালতের এ আদেশের ফলে মেয়র পদ ফিরে ফেতে বুলবুলের আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী আমিনুল হক হেলাল।
আদালতে বুলবুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও এ এফ হাসান আরিফ। সঙ্গে ছিলেন আইনজীবী আমিনুল হক হেলাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মামলার বিবরণ থেকে জানা যায়, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের সরকারবিরোধী আন্দোলনের সময়ে নাশকতার চার মামলায় পুলিশ বুলবুলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ২০১৫ সালের ৭ মে তাঁকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার বিভাগের সেই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন বুলবুল।
সেই রিটের পরিপ্রেক্ষিতে একই বছরের ২৮ মে বরখাস্তের আদেশ স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। ৩১ মে কাউন্সিলর নিজাম উল আজিমকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়।
এর পর রুলের শুনানি শেষে ২০১৬ সালের ১০ মার্চ হাইকোর্ট স্থানীয় সরকার বিভাগের আদেশ অবৈধ বলে রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলে গেলে একই বছর ৪ জুন চেম্বার বিচারপতি হাইকোর্টের রায় স্থগিত করে আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
আজ রোববার আবেদনের শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।