পাবনার মাহি মুক্তার গ্রুপের এমডি মুক্তার বিশ্বাস আর নেই
পাবনার মাহি মুক্তার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুক্তার বিশ্বাস আর নেই। রোববার সন্ধ্যায় ঢাকার আদাবরের মনসুরাবাদ এলাকার বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।
মুক্তার বিশ্বাস পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, লতিফ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ আবদুল লতিফ বিশ্বাসের তৃতীয় ছেলে। মুক্তার বিশ্বাস বাবা, মা, স্ত্রী, দুই ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবরে পাবনায় শোকের ছায়া নেমে আসে।
পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব-উল আলম মুকুল জানান, মৃত মুক্তার বিশ্বাসের বাবা পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, লতিফ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ আবদুল লতিফ বিশ্বাস ও তাঁর স্ত্রী মর্জিনা বিশ্বাস চিকিৎসার জন্য ব্যাংককে অবস্থান করায় তাঁর জানাজার সময় ও তারিখ পরে জানানো হবে।