বড়াইগ্রাম উপজেলায় আ. লীগ প্রার্থী বিজয়ী
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বেসরকারিভাবে জয়লাভ করেছেন।
আজ সোমবার দিনভর ভোট শেষে রাতে এ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয় বলে জানান নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেন।
নির্বাচন কর্মকর্তা জানান, ভোটে নৌকা মার্কার প্রার্থী সিদ্দিকুর রহমান পেয়েছেন ৬৬ হাজার ৪৫৫ ভোট। অপরদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রাশেদুল ইসলাম রাশেদ ধানের শীষ মার্কায় পেয়েছেন ৩৯ হাজার ২০৬ ভোট।