ছাত্রলীগ নেতার বাসায় চুরি, যুবলীগ নেতা আটক
পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুমনের বাসায় দিন-দুপুরে চুরির ঘটনায় জড়িত সন্দেহে এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশ।
আটক আরিফুর রহমান টিংকু পাবনা পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং শহরের শালগাড়িয়া মালিগলি কুলপাড়ার বাসিন্দা।
ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম রুমন জানান, বুধবার সকালের চুরির ঘটনায় শুক্রবার রাতে স্থানীয়রা জাহিদ, পিন্টু ও আসলাম নামে তিন যুবককে আটক করে গণধোলাই দেয়। এ সময় তারা ঘটনার সঙ্গে টিংকু জড়িত বলে জানায়। পরে আজ শনিবার স্থানীয়রা টিংকুকে ধরে ধোলাই দিয়ে পুলিশে দেয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক এনটিভি অনলাইনকে জানান, টিংকুকে চুরির মামলায় গ্রেপ্তার দেখানো হবে। আগামীকাল তাঁকে আদালতে পাঠানো হবে।
গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ব্যস্ততম সদর হাসপাতাল সড়কে অবস্থিত রুমনের ছয়তলা ভবনের বাসা থেকে প্রায় ৬০ ভরি স্বর্ণালংকার ও ১৫ লাখ টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তারা বাড়ির নিচে আগুন লাগার কথা বলে ঘরের সবাইকে বের করে ওই চুরির ঘটনা ঘটায়।