সাবেক ফুটবল রেফারি শম্ভু চৌধুরী আর নেই
চট্টগ্রাম বন্দরের হিসাব বিভাগের সাবেক কর্মকর্তা এবং চট্টগ্রাম জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য শম্ভু চৌধুরী (৮৫) মারা গেছেন।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে নগরীর পোর্ট কলোনির নিজ বাসায় সাবেক এ ফুটবল রেফারির মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি গ্রামের বাসিন্দা। ছাত্রজীবনে শম্ভু চৌধুরী ফুটবল খেলোয়াড় ছিলেন। পরে চট্টগ্রাম বন্দরে হিসাব বিভাগের কর্মকর্তা হিসেবে কাজ করেন।
এ ছাড়া শম্ভু চৌধুরী অবসর জীবনে হোমিওপ্যাথি চর্চা করতেন। তাঁর বড় ছেলে আশীষ চৌধুরী বিশিষ্ট তবলাশিল্পী।
শম্ভু চৌধুরী স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান।
আজ বিকেলে চট্টগ্রাম বন্দর পূজা মন্দিরে শম্ভু চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানায় চট্টগ্রাম জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশন (সিজেএফআরএ)। রাতে নিজ বাড়িতে তাঁকে দাহ করা হয়।