পরীক্ষার দিন সাত ঘণ্টা হরতাল না রাখার অনুরোধ
আগামী বৃহস্পতিবারের এসএসসি পরীক্ষার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। সরকার আশা করছে, বিএনপি হরতাল প্রত্যাহার করবে। যদি প্রত্যাহার না করে তবে বিকল্প প্রস্তাব দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি পরীক্ষার দিন অন্তত সাত ঘণ্টা হরতাল না রাখার অনুরোধ করেছেন।
আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, ‘আমরা বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত করছি না। কিংবা পরিবর্তনও করছি না। এই আশায় যে তারা বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহার করবে। এ আবেদন আমরা তাদের কাছে বিনীতভাবে জানাচ্ছি। এরপর কী করা যায় সেটা দেখা যাবে। আমরা তো আগামীকাল পর্যন্ত এটা দেখতে পারি।’
যদি হরতাল প্রত্যাহার না হয় তবে কী হবে এ প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি অন্তত পক্ষে পরীক্ষার আগে দুই ঘণ্টা ও পরীক্ষার পরে দুই ঘণ্টা এবং পরীক্ষা চলাকালীন তিন ঘণ্টা (মোট সাত ঘণ্টা) হরতালের আওতামুক্ত রাখার অনুরোধ করছি।’