চট্টগ্রামে পাহাড় থেকে অবৈধ উচ্ছেদ শুরু
চট্টগ্রামের মতিঝর্ণা এলাকায় কয়েকটি পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। আজ রোববার দুপুরে এ অভিযান শুরু হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি )সাইফুল ইসলামের নেতৃত্বে লালখান বাজার মতিঝর্ণা পাহাড়ে অভিযানের শুরুর আগে অবৈধভাবে বসবাসকারীদের ঝুঁকিপূর্ণ এলাকা ত্যাগ করতে প্রশাসনের পক্ষে মাইকিং করা হয়। পরে এসব পাহাড়ে থাকা গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান চলাকালে উচ্ছেদ হওয়া লোকজন অভিযোগ করে, তাদের বিকল্প ব্যবস্থা না করে প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করায় তারা আশ্রয়হীন হয়ে পড়েছে।
অধিক ঝুঁকিপূর্ণ অবৈধ বসতি থেকে প্রায় সাড়ে ৬০০ পরিবারকে উচ্ছেদ করা হবে বলে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘আপাতত এখনি ধসে পড়তে পারে এ রকম বসতিগুলো নিয়ে আমরা উদ্যোগ নিচ্ছি। পুরো এলাকায় এই উচ্ছেদ অভিযান চলবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সরকার ও রাজনীতিবিদদের একটি সমন্বিত ব্যবস্থা নেওয়ার কথা চলছে। উদ্যোগ চলমান। যারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে শুধু তাদের উচ্ছেদ করতে আমরা প্রাথমিকভাবে এসেছি।’
উচ্ছেদ হওয়াদের পুনর্বাসনের ব্যাপারে প্রশ্ন করা হলে সাইফুল ইসলাম বলেন, এই বিষয়েও উদ্যোগ চলমান। জেলা প্রশাসন ও সরকারকে সমন্বিতভাবে একটি উদ্যোগ নিতে হবে। এটির জন্য একটা বড় প্লাটফর্ম প্রয়োজন। সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।