ভৈরবের মুক্তিযোদ্ধা বাচ্চু কমান্ডার আর নেই
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের মুক্তিযোদ্ধা হাছেন আলী বাচ্চু মিয়া আর নেই।
আজ শুক্রবার সকাল ৬টার দিকে বার্ধক্যজনিত কারণে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে বাচ্চু মিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সবার কাছে বাচ্চু কমান্ডার নামে পরিচিত ছিলেন। তিনি স্ত্রী চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ জুমা স্থানীয় মিয়াবাড়ী মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাচ্চু মিয়াকে দাফন করা হয়। এর আগে মরহুমের কফিনে গার্ড অব অনার প্রদান করে উপজেলা প্রশাসন।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধার্ঘ্য জানানো হয়।
ভৈরব পৌরসভার মেয়র ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ জানাজায় উপস্থিত হয়ে শোকাহত পরিবারকে সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।