মাগুরায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/03/11/photo-1489228661.jpg)
মাগুরা সদর উপজেলার হুলিনগর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গতকাল শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত ও অপর এক ব্যবসায়ী আহত হয়েছেন।
মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুর রউফ জানান, রাজবাড়ী জেলার নাড়ুয়াবাজার থেকে রসুন কিনে হান্নান হোসেন (৫০) ও সালাম মিয়া (৫৩) নামের দুই ব্যবসায়ী ট্রাকে করে যশোরের নওয়াপাড়া যাচ্ছিলেন। পথে রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরার হুলিনগর এলাকায় পৌঁছালে রসুনবোঝাই ট্রাকটি পেছন থেকে অপর একটি ট্রাককে আঘাত করে। এ সময় ওই দুই ব্যবসায়ী গুরুতর জখম হন। দ্রুত তাদের মাগুরা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক হান্নান হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত সালাম মিয়াকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহত দুজনের বাড়ি খুলনার ফুলতলা এলাকায়। তারা দুজনই বিভিন্ন জেলায় পেঁয়াজ, রসুনসহ সবজি চালানের ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।