নাটোরে জেএমবির দুই ‘সদস্য’ কারাগারে
নাটোরের বড়াইগ্রাম থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সন্দেহভাজন সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ রোববার দুপুর ১২টার দিকে নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শামসুল আল-আমীন এ আদেশ দেন। আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন আসামিরা। বিচারক তা নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং আগামী ২৩ এপ্রিল জামিন শুনানির দিন ধার্য করেন।
জেএমবির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত শুক্রবার রাতে বড়াইগ্রামের মেরিগাছা গ্রাম থেকে পুলিশ দুই সদস্যকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন শাহাবুদ্দিন আহমেদ ও রহিদুল ইসলাম।
জেএমবির সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ২০০৯ সালে রাজশাহীর বোয়ালিয়া থানায় দুজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।