মাদক বিক্রেতাদের পুলিশে নিয়োগের প্রস্তাব এমপির
নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান মাদক ব্যবসায়ীদের কমিউনিটি পুলিশের সদস্য করার প্রস্তাব করেছেন। সেলিম ওসমান দাবি করেন, ‘তাঁদের (মাদক ব্যবসায়ী) যদি আমরা কমিউনিটি পুলিশে নিতে পারি, তাহলে মাদক বেঁচবে কে, আর মাদক কিনবে কে?’
মাদক ও যানজট বিষয়ে নারায়ণগঞ্জের সুধীজনদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান এ কথা বলেন। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে ওই সভা হয়।
সেলিম ওসমান বলেন, ‘ইফতারের পর থেকে তারাবির নামাজ পর্যন্ত মাদক বিক্রি হয়। যাঁরা মাদক ব্যবসা করছেন, কয়টা পয়সার জন্যই তো করেন। তাঁদের যদি আমরা কমিউনিটি পুলিশে নিতে পারি তাঁদের যদি ঈদ করার মতো সুযোগ দিতে পারি তাহলে মাদক বেচবে কে? মাদক নিবে কে?’ তিনি আরো বলেন, ‘আমরা কিন্তু সবাই জানি মাদক বিক্রেতা কারা?’
এর আগে সেলিম ওসমান বলেন, ‘রাস্তাঘাট, যানজট এবং ছিনতাইকারীদের ধরার জন্য অন্তত এক হাজার কমিউনিটি পুলিশ নারায়ণগঞ্জ শহরে চাই।’
সেলিম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য জনপ্রতিনিধিদের এক টেবিলে বসতে হবে। হোক তিনি সংসদ সদস্য হোক তিনি সিটি করপোরেশনের মেয়র। গত এক বছরে সবচেয়ে বড় ব্যর্থতা আমরা একসাথে এক টেবিলে বসতে পারিনি।’
অনুষ্ঠানে নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন বলেন, ‘জানুয়ারি মাসে নারায়ণগঞ্জে হত্যা মামলা রুজু হয়েছে ৩৩টি। গত বছর একই সময়ে ছিল ৩৬টি। নয় দশমিক কিছু শতাংশ কমেছে। এ ৩৩টি মামলার মধ্যে ১৬টি মামলার লাশ চিহ্নিত করা যায়নি।’
মহিদ উদ্দিন আরো বলেন, ‘নারায়ণগঞ্জকে সন্ত্রাসী নগরী হিসেবে যদি দাঁড় করানো হয় তখন কিন্তু কষ্ট হয়।’ তিনি আরো বলেন, ‘পুলিশ সুপার হিসেবে আমি অন্তত জানি না যে মাদকের অমুক চালান অমুকে নিয়ে আসছে। জানলে কোনো অজ্ঞাত কারণে আমি ছেড়ে দিতাম না। আমার কাছে যা আছে, গতকাল এক হাজার ৩৫০টা ইয়াবা, তার আগের দিন ধরা পড়েছে রিভলবার, তার আগের দিন চারশর মতো বিয়ারের ক্যান, এর আগের দিন দুইটি রিভলবার ধরা পড়েছে। আমি অ্যাকশন নিচ্ছি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন সদর মডেল থানার ভার প্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক। বক্তব্য দেন জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ডা. শাহনেওয়াজ চৌধুরী, নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, কাউন্সিলর কামরুল হাসান মিন্না।