গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
শত্রুতার জের ধরে মাগুরা সদর উপজেলায় দুই ব্যক্তির প্রায় এক হাজার ২০০ কলা ও পেঁপেগাছ কেটেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাতে উপজেলার চানপুর গ্রামে প্রায় ছয় একর জমির ওই গাছ কেটে ফেলা হয়।
আবদুর রাজ্জাক ও আবদুর রফিক মাস্টারের বাগানের ওই কলা ও পেঁপেগাছ কেটে ফেলার কারণে তাঁদের অন্তত তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
ক্ষতিগ্রস্ত দুই কৃষক বলেন, শত্রুতার জের ধরে রোববার দিবাগত রাতে কেউ পাঁচ একর জমির প্রায় এক হাজার কলাগাছ ও এক একর জমির পেঁপেগাছ কেটে ফেলে। বাগানে রোপণ করা সব গাছের মাঝ বরাবর ধারালো অস্ত্র দিয়ে কেটে রাখা হয়। এতে তাঁদের তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তাঁরা।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমল হুদা জানান, উপজেলার চাঁদপুর গ্রামে একটি কলা ও পেঁপে বাগানের গাছ কাটার খবরটি পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।