সিরাজগঞ্জের নারী মুক্তিযোদ্ধা সূর্য বানু মারা গেছেন
মহান স্বাধীনতার মাসে মারা গেলেন সিরাজগঞ্জের নারী মুক্তিযোদ্ধা সূর্য বানু (৭১)। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
একাত্তরের এই মুক্তিযোদ্ধা দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের ছেলে হাফিজুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে সূর্য বানু শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে শহরের আভিসিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্রেনজন চাম্মু গং জানান, আজ আসরের পর রহমতগঞ্জ কবরস্থান মসজিদ প্রাঙ্গণে সূর্য বানুর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
১৯৭১ সালে এই মুক্তিযোদ্ধা বড় বোনের সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে সম্ভ্রম হারান। এরপর দীর্ঘদিন তিনি মানুষের সামনে না এসে একাকী জীবনযাপন করেন। পরে ১৯৯২ সালে ঘাতক দালাল নির্মূল কমিটির মাধ্যমে তিনি জনসম্মুখে আসেন। দীর্ঘ ৪৫ বছর পর গত বছর তিনি নারী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি লাভ করেন।