ঝিনাইদহে সংঘর্ষের সময় যুবককে কুপিয়ে হত্যা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সময় বিপুল মণ্ডল (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরো অন্তত চারজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামের কবরস্থানের পাশে এই ঘটনা ঘটে।
বিপুল মনোহরপুর গ্রামের ফজলু মণ্ডলের ছেলে। এলাকায় অধিপত্য বিস্তার করা নিয়ে এ ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে তিনজনকে আটক করেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, জেলার কালীগঞ্জ উপজেলার শিমলা-রোকনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান সদস্য পুকুরিয়া গ্রামের লিটন ও পাশের মনোহরপুর গ্রামের পরাজিত সদস্য বজলু মণ্ডলের মধ্যে গত ইউপি নির্বাচনের পর থেকে চলছে। এরই জের ধরে গতকাল রাতে মনোহরপুর ও পুকুরিয়া গ্রামের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সংঘর্ষের একপর্যায়ে বজলু মণ্ডলের সমর্থক বিপুল মণ্ডলকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় অন্তত চারজন আহত হয়।
রাতেই বিপুলের লাশ কালীগঞ্জ থানায় আনা হয়। সকালে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।