ডিবি পরিচয়ে ছিনতাইয়ের সময় চারজনকে গণপিটুনি
দিনাজপুরের হিলিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের সময় চারজনকে পিটুনির পর পুলিশে দিয়েছে জনতা। আজ সোমবার সকালে স্থানীয় ভীমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন রংপুরের কোতোয়ালি থানার লালবাগ আলমডাঙ্গা এলাকার জাহাঙ্গীর আলম (৩৪), বাবু খাঁ এলাকার মামুন হোসেন (৩০), কামাল কাছনা এলাকার রিপন (৩০) এবং চট্টগ্রামের হালিশহরের আরিফ হোসেন (২৫)।
হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ এনটিভিকে জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। আসামিদের দিনাজপুর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তাদের কাছ থেকে একটি ডিসকভার মোটরসাইকেল ও একটি হ্যান্ডক্যাপ জব্দ করা হয়েছে।
হিলি স্থলবন্দরের ব্যবসায়ী আবদুর রশিদ ও মিঠু জানান, সকাল সাড়ে ৮টার দিকে পাঁচবিবির এক ব্যবসায়ীর কাছে পাওনা টাকা নেওয়ার জন্য তাঁরা হিলি চারমাথা কার্যালয় থেকে রওনা দেন। এ সময় একজন ছিনতাইকারী চারমাথা থেকে আমাদের পিছু নেয়। পরে ওই ছিনতাইকারীর সঙ্গে রাজধানী মোড় থেকে আরো একজন যোগ দেয়।
ভীমপুরের একটি গোডাউনের কাছে পৌঁছালে সেখানে দুটি মোটরসাইকেলে থাকা আরো দুজন, মোট চারজন ছিনতাইকারী পথরোধ করে। তারা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়েই রশিদের হাতে হ্যান্ডক্যাপ লাগিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে তুলে নেওয়ার চেষ্টা করলে ব্যবসায়ীরা চিৎকার শুরু করেন।
ভীমপুর গ্রামের ইউপি সদস্য আব্দুল খলিল এনটিভি অনলাইনকে জানান, ওই দুই ব্যবসায়ীর চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে তাদের আটক করে। পরিচয় জানতে চাইলে তারা ডিবি পুলিশের পরিচয় দেয়। কিন্তু তাদের কথাবার্তায় লোকজনের সন্দেহ হয়। পরে চার ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে হাকিমপুর থানায় সোপর্দ করে লোকজন।
স্থলবন্দরের ব্যবসায়ী হযরত আলী সরদার এনটিভি অনলাইনকে জানান, সম্প্রতি পার্বতীপুরে তাঁর প্রায় ৪০ লাখ টাকা ছিনতাই হয়েছে। টাকা ছিনতাইয়ে এরা জড়িত থাকতে পারে বলে ধারণা করেন ওই ব্যবসায়ী।