নতুন বাড়িতে যুবকের লাশ
ঝিনাইদহ শহরের সোনালীপাড়ার একটি নির্মাণাধীন বাড়ি থেকে অজ্ঞাত (১৬) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজহার আলী শেখ জানান, সোনালীপাড়ার মসজিদের সামনে নির্মাণাধীন একটি বাড়িতে অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
পরে লাশটি ঝিনাইদহ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।