চিত্রনায়িকা কেয়ার বাবার মৃত্যু
চলে গেলেন চিত্রনায়িকা কেয়ার বাবা আবু তাহের। আজ বেলা ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন কেয়া নিজেই।
চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘বাবা বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন, মাসখানেক ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। আজ দুপুরের দিকে তাঁর অবস্থার অবনতি হয়। ৩টার দিকে তিনি আমাদের ছেড়ে চলে যান।’
শিল্পী সমিতির সহসভাপতি ওমর সানি বলেন, ‘আমরা মর্মাহত। সবাইকেই পৃথিবী ছেড়ে যেতে হবে। সবাই কেয়ার বাবার আত্মার জন্য দোয়া করবেন, তিনি যেন বেহেশত নসিব হন। আজ বিকেলে কেয়ার বাবাকে যশোর নেওয়া হবে, এখন প্রস্তুতি চলছে। পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।’
ওমর সানি আরো বলেন, ‘আমরা প্রতি মাসেই প্রয়াত শিল্পীদের আত্মার শান্তির জন্য মিলাদ মাহফিল করি। আগামী মাসে যে দোয়া মাহফিল হবে, সেখানে কেয়ার বাবার জন্য দোয়া পড়ানো হবে। কেয়ার বাবা আমাদের শিল্পী সমিতির সদস্য ছিলেন না, তারপরও একজন শিল্পীর বাবা হিসেবে আমরা তাঁকে এই সম্মানটা দিতে চাই।’