নাটোরে অস্ত্র-গুলিসহ ২ যুবক আটক
নাটোর সদর উপজেলার দত্তপাড়া বাজারে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার গোয়ালডাঙ্গা গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, আবদুল কাদের ও আবু সাঈদ নামের দুই সন্ত্রাসী গতকাল রাতে উপজেলার দত্তপাড়া বাজারে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে পাশের গোয়ালডাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়।